Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ১৬ আগস্ট ২০২৫

অস্ত্র উদ্ধার, রাজশাহীর সাবেক মেয়রের ভাইযের বাড়ি ঘিরে সেনাবাহিনী

অস্ত্র উদ্ধার, রাজশাহীর সাবেক মেয়রের ভাইযের বাড়ি ঘিরে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগষ্ট) সকালে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়।

ডক্টরস ইংলিশ নামে ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনা সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ডসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও পাওয়া গেছে বেশ কয়েকটি কম্পিউটার, মনিটর, স্ক্যানার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ৩৫ বোতল মদ।

অভিযান চললেও এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি জানান, সেনারা উদ্ধার করা মালামাল ও তথ্য পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ করে এলাকায় বিপুল সংখ্যক সেনা উপস্থিত হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, কোচিং সেন্টারটির ভেতরে দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র ও সরঞ্জাম মজুত রাখা হচ্ছিলো।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম বড় ধরনের নাশকতার জন্য ব্যবহার করা হতে পারতো।

সবার দেশ/কেএম

সর্বশেষ