টেকনাফে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি রাখা নারী ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযান চলেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায়।
উদ্ধার হওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অপহরণকারী ও মানবপাচারকারী চক্র ট্রলারযোগে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে লোকজনকে টেকনাফে নিয়ে আসে। এরপর গহীন পাহাড়ে বন্দি করে রাখার পাশাপাশি অস্ত্রের মুখে মুক্তিপণও দাবি করা হয়।
টেকনাফে গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে কচ্ছপিয়া পাহাড়ে অপহরণকারী ও মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা শনাক্ত করে। উদ্ধার হওয়া ৬৬ জনকে নিরাপদ স্থানে আনা হয়েছে এবং তাদের তথ্য সংগ্রহ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় বিস্তারিত সংবাদ সম্মেলন হবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে।
সবার দেশ/কেএম




























