Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৩, ৩ নভেম্বর ২০২৫

নেতা আশঙ্কাজনক

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, কর্মী নিহত

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, কর্মী নিহত
খুলনায় গুলিতে নিহত বিএনপি কর্মী ইমদাদুল হক। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা অফিসে বসা বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে এক বিএনপি কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং মামুন শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত কর্মীর নাম ইমদাদুল হক (৫৫)। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। গুলিবিদ্ধ মামুন শেখ (৪৫) যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মামুন শেখ দলের কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অফিসের দিকে দুটি বোমা ছোড়ে ও চারটি গুলি চালায়। লক্ষ্য ছিলো মামুন শেখকে হত্যা করা। তবে প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমদাদুল হকের বুকে লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তী গুলিতে মামুন শেখও আহত হন।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলীয় নেতাকর্মীরা আহত মামুনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, মামুন শেখ নিয়মিত অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে সময় কাটাতেন। রোববার রাতেও তেমনভাবেই বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হামলার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ইমদাদুল হকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ