Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৫
ছবি: সংগৃহীত

শরীয়তপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ব্যস্ততম চৌরাঙ্গী এলাকায় এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা এবং খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে জেলা এনসিপি। মিছিলটি চৌরাঙ্গী এলাকা অতিক্রম করার সময় এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল মিছিলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করেন, তাদের এক কর্মীকে বিনা কারণে আটকে রেখে এনসিপির লোকজন মারধর করেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে, জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ঢুকে হামলা চালায়। পরে ছাত্রদলের নেতারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মিছিলে আক্রমণ করে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ