পরিবার ও সংগঠনের দাবি
এনসিপি নেতাকে তন্বী-মিরাজ দম্পতির বাসায় পরিকল্পিত হত্যাচেষ্টা
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনাটি একটি ‘পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা’ বলে দাবি করেছে তার পরিবার ও সংগঠন। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার অভিযোগ করেন, তন্বী ও মিরাজ দম্পতির বাসায় সুকৌশলে ডেকে নিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, তন্বীকে গ্রেফতার করতে পারলেই এ ঘটনার পেছনের আসল সত্য বেরিয়ে আসবে।
সংগঠনের নিজস্ব তদন্ত কমিটি
জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক মো. আশরাফুজ্জামান বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, যদি তদন্তে মোতালেব শিকদারের কোনও অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের ‘ভিক্টিম ব্লেমিং’ নিয়ে ক্ষোভ
সংবাদ সম্মেলনে পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তীব্র সমালোচনা করা হয়। শ্রমিক শক্তির নেতারা অভিযোগ করেন, পুলিশ মূল অপরাধীদের আড়াল করতে ‘ভিক্টিম ব্লেমিং’ (আক্রান্ত ব্যক্তিকে দোষারোপ) করছে। জাতীয় নিরাপত্তা ও নির্বাচনের দোহাই দিয়ে মূল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন। এনসিপির খুলনা মহানগর সংগঠক আজিজ খান আরমান বলেন, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
পুলিশের ভাষ্য ও প্রাথমিক তদন্ত
এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানায়, মজিদ সরণি রোডের ‘মুক্তা হাউজ’ নামক একটি বাসার নিচতলায় এ গুলির ঘটনা ঘটে। পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান:
ঘটনাস্থল: বাসাটি তন্বী ও মিরাজ নামে এক দম্পতি ভাড়া নিয়েছিলেন। তল্লাশিকালে সেখান থেকে বিদেশি মদের বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ: ফুটেজে দেখা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদারসহ আরও দুইজন ওই বাসায় প্রবেশ করেন।
অন্তর্দ্বন্দ্বের ধারণা: পুলিশের প্রাথমিক ধারণা, মাদক বা কোনও অনৈতিক বিষয় নিয়ে নিজেদের মধ্যকার কোন্দলের জেরে এ গুলির ঘটনা ঘটেছে।
বর্তমান অবস্থা
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে কানের ওপরের চামড়া স্পর্শ করে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। ঘটনার পর থেকে ভাড়াটিয়া তরুণী তন্বী পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
সবার দেশ/কেএম




























