Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৬, ১৪ নভেম্বর ২০২৫

লড়বেন শাপলা কলি প্রতীকে

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে নুসরাত লেখেন, সকালেই তিনি সিদ্ধান্তটি জানানোর ইচ্ছা করেছিলেন। তিনি লিখেছেন, 

আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে আছি, আর এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে নুসরাত বলেন, অনেক ভাবনা-চিন্তার পর তিনি মনোনয়ন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিশ্বাস, তিনি দেশ ও নিজের জনপদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। এজন্য তিনি শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও লেখেন, আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, যারা দিনের পর দিন রাস্তায় থেকে লড়াই করে গেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়েছি— সেই সব সহযোদ্ধাদের দিকনির্দেশনা চাই। সবাই দোয়ায় রাখবেন আমাকে।

এদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। ফলে এ আসনে বিএনপি ও এনসিপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ