Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ১৯ মে ২০২৫

সম্পর্ক উষ্ণতার নতুন অধ্যায়

১০ বছর পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

১০ বছর পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
প্রতীকি ছবি

প্রায় এক দশক বন্ধ থাকার পর অবশেষে ইরান থেকে সৌদি আরবের উদ্দেশে সরাসরি হজ ফ্লাইট চালু হলো। সৌদি বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস শনিবার (১৭ মে) তেহরান থেকে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করে। এর মাধ্যমে দুই অঞ্চলের সম্পর্কোন্নয়নের পথে আরও এক ধাপ অগ্রসর হলো রিয়াদ-তেহরান।

ফ্লাইট চালু তেহরান ও মাশহাদ থেকে

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আপাতত শুধু হজযাত্রী পরিবহনেই সীমাবদ্ধ এ ফ্লাইটগুলো। তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মাশহাদ শহর থেকে ফ্লাইনাস ফ্লাইট পরিচালনা করবে, যাতে প্রায় ৩৫ হাজার ইরানি হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে পারবেন।

২০১৬ সালে সম্পর্ক ছিন্ন, এখন পুনঃস্থাপন

২০১৬ সালে সৌদি আরবের শীর্ষ শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভ ও হামলা হয়। সে থেকেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দুই দেশ। এর ফলে ইরান থেকে হজযাত্রাও বন্ধ হয়ে যায়।

চীনের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক

২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এ উদ্যোগকে অনেক বিশ্লেষক ‘অবিশ্বাস্য কূটনৈতিক অর্জন’ বলে অভিহিত করেন। তারপর থেকেই দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ, সফর বিনিময় ও সীমিত পর্যায়ে বিমান চলাচল শুরু হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২৩ সালের নভেম্বরে সৌদিতে এক সম্মেলনে যোগ দিয়ে ২০ বছর পর কোনো ইরানি রাষ্ট্রপ্রধানের সৌদি সফরের নজির গড়েন। ডিসেম্বর মাসে ইরান এয়ার মাশহাদ থেকে দাম্মামে ফ্লাইট চালু করে।

ভিন্ন প্রেক্ষাপটে পুনর্মিলন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে চার দফা বৈঠক হয়েছে। এর মধ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান ইরান সফর করে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েকদিন পরই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সৌদি সফরে যান।

এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সফররত অবস্থায় বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ‘কাছাকাছি পৌঁছে গেছে।’ তবে তেহরানকে দ্রুত সম্মতির আহ্বান জানিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন।

১০ বছর পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালুর ঘটনাটি কেবলমাত্র ধর্মীয় কার্যক্রম নয়, এটি মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাঁক। শত্রুতাপূর্ণ সম্পর্ক থেকে একে অপরের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর এ রূপান্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সবার দেশ/কেএম