এনসিপি নেতা রিফাত রশিদের হুঁশিয়ারি
‘আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকবো না’

জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে ‘ফাজলামো’ চলবে না, উপদেষ্টাদের ফেসবুক নয় বাস্তব সংস্কারে ফেরার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রিফাত রশিদ।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি সরকারি রিফর্ম, নির্বাচনী রোডম্যাপ ও উপদেষ্টাদের ভূমিকাকে কেন্দ্র করে তীব্র বক্তব্য দেন।
রিফাত রশিদ কী বলেছেন?
সরকারের উপদেষ্টারা রিফর্মের বাইরে শো-অফ মার্কা কাজকর্ম করে বেড়াচ্ছেন—তাদের আটকান। সবাই সংস্কারে ফোকাস করেন। ইলেকশন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেন, স্পষ্ট বক্তব্য দেন।
আরও পড়ুন <<>> দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
সরকারের উপদেষ্টা হয়ে ফেসবুক বাদ দিয়ে দাফতরিক কাজে ফোকাস করেন। আমরা দ্রুততম সময়ে সংস্কারগুলোর বাস্তবায়ন দেখতে চাই।
জুলাইয়ের কমিটমেন্ট নিয়ে আর কারো ফাজলামো দেখতে চাই না
রিফাতের মতে, সরকার বা সংশ্লিষ্ট মহল বাংলাদেশকে যদি কোনো 'গিনিপিগ' বা পরীক্ষামূলক রাষ্ট্র’ বানানোর চেষ্টা করে, তবে তিনি আর চুপ থাকবেন না।
আরেকটা এক-এগারো চাই না
সাবধানবাণীতে তিনি বলেন— এনাফ ইটস এনাফ। আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না।
সবার দেশ/কেএম