বাংলাফ্যাক্টের অনুসন্ধান
ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়েছে দিল্লীস্টার!

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত একটি গুজব গত বৃহস্পতিবার (২২ মে) থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ গুজবের সূত্র, প্রসার ও প্রভাব নিয়ে অনুসন্ধানে নামে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ ইউনিট — ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা গেছে, "Prof Yunus resigns" শিরোনামে একটি পুরনো লিংক ফেসবুকে ভাইরাল হয়, যা মূলধারার সংবাদমাধ্যম The Daily Star -এ প্রকাশিত একটি রিপোর্ট বলে দাবি করা হচ্ছিলো। কিন্তু প্রকৃতপক্ষে, এটি ২০১১ সালের ১৩ মে প্রকাশিত একটি পুরনো প্রতিবেদন, যেখানে বলা হয়েছিলো, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ পুরনো প্রতিবেদনের লিংকই বর্তমান সময়ের সংবাদ বলে প্রচার করা হয়।
গুজব ছড়ানোর সূত্রধর: The Delhi Star নামের পেজ
বাংলাফ্যাক্ট অনুসন্ধানে উঠে এসেছে, ‘The Delhi Star’ নামের একটি ফেসবুক পেজ থেকে সর্বপ্রথম এ লিংক শেয়ার করা হয়। পেজটি নিজেকে একটি ‘সার্কাজম প্ল্যাটফর্ম’ হিসেবে দাবি করলেও, তার কনটেন্ট ও কাভার ডিজাইন ‘The Daily Star’-এর হুবহু নকল করে সাজানো হয়েছে। এর ফলে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়েন এবং সেটিকে মূলধারার গণমাধ্যমের প্রকৃত প্রতিবেদন বলে ধরে নেন।
পেজটির পেছনের কারিগর কারা?
ফেসবুকের ট্রান্সপারেন্সি ট্যাব বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট দেখতে পায়:
- The Delhi Star পেজটি চালু হয়েছে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর।
- বর্তমানে এর ফলোয়ার সংখ্যা প্রায় ৭২ হাজার।
- এটি পরিচালিত হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ৪ জন অ্যাডমিন দ্বারা।
পেজের নাম শুরু থেকে পরিবর্তন হয়নি, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের কিছুদিন পরেই এটি চালু করা হয় এবং সম্ভবত রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়।
‘সার্কাজম’ ছলে গুজবের কারখানা
বাংলাফ্যাক্টের গবেষণা বলছে, এ পেজটি ধারাবাহিকভাবে দেশের রাজনীতি, প্রশাসন ও বিচার বিভাগের স্পর্শকাতর ইস্যুতে কনটেন্ট তৈরি করছে। এগুলোর বেশিরভাগই সার্কাজম বা ব্যঙ্গাত্মক আঙ্গিকে পরিবেশিত হলেও, শিরোনাম, ভিজ্যুয়াল ডিজাইন ও মিডিয়া লোগোর মিল থাকার কারণে অনেক সাধারণ পাঠক প্রতারিত হচ্ছেন এবং বাস্তব সংবাদ বলে তা শেয়ার করছেন।
আরও পড়ুন <<>> কক্সবাজারে মার্কিন সেনা! বিভ্রান্তিকর প্রচারণা
বিশেষ করে, দ্য ডেইলি স্টারের লোগো ও ফন্ট নকল করে তৈরি করা ফটোকার্ডগুলো সোশ্যাল মিডিয়ায় অনেকাংশে বিভ্রান্তি তৈরি করছে।
গুজবের প্রভাব ও সতর্কতা
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তার পদত্যাগের কোনও সরকারি বা নির্ভরযোগ্য উৎস থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও এ ধরনের গুজব ছড়ালে রাজনৈতিক অস্থিরতা ও জনমনে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
বাংলাফ্যাক্ট সতর্ক করে বলেছে, সোশ্যাল মিডিয়ায় যেকোনও সংবাদের সত্যতা যাচাই করা জরুরি, বিশেষ করে যখন সেটি কোনও বড় রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত হয়।
ডিজিটাল বিভ্রান্তির বিপদ
এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সোশ্যাল মিডিয়ার সার্কাজম পেজগুলো শুধুমাত্র হাস্যরসের প্ল্যাটফর্ম নয়, বরং তারা কখনও কখনও গুজব ও প্রোপাগান্ডার শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। নাগরিকদের উচিত প্রতিটি তথ্য যাচাই করা, এবং কর্তৃপক্ষের উচিত এমন বিভ্রান্তিকর কনটেন্ট ও প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
সূত্র: বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম এবং ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ ইউনিট, পিআইবি)
সবার দেশ/কেএম