সরকারি অবস্থান পর্যবেক্ষণে ৪৮ ঘন্টার কৌশলী অপেক্ষা
৮ দিনের ভোগান্তির আন্দোলন স্থগিত করলেন ইশরাক

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে এসে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করা হবে, এরপর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে দল।
ইশরাক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, আইনের শাসনে বিশ্বাস করে। আদালতের আদেশের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আন্দোলন স্থগিত থাকবে। তবে সরকার কীভাবে আচরণ করে, তা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, হাইকোর্ট রায়ে জানিয়েছেন—ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনও বাধা নেই। আদালতের এ সিদ্ধান্তের পরও ইশরাক হোসেন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, যা নিয়ে জনসাধারণের মধ্যে ভোগান্তি বাড়ে। সমস্ত ঢাকা স্থবির হয়ে পড়ে।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতিতে বলেন, আশা করি সরকার শিগগিরই ইশরাক হোসেনকে শপথ নেয়ার সুযোগ করে দেবে। সে সঙ্গে আমি অনুরোধ করবো, জনগণের স্বস্তির কথা চিন্তা করে আমাদের নেতাকর্মীরা যেন রাস্তা থেকে সরে আসে।
মির্জা ফখরুলের এ আহ্বান এবং হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে অবশেষে আন্দোলন স্থগিতের পথে হাঁটলেন ইশরাক। তবে তিনি এও জানান, এটা সরকারকে সুযোগ দেয়া—দেখা যাক তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখায় কি না।
তিনি আরও বলেন, আমাকে মেয়র হিসেবে শপথ নেয়া থেকে বিরত রাখার জন্য একটি ভিত্তিহীন রিটের মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
ইশরাকের এ ‘ভোগান্তির আন্দোলন’ গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ করে রেখেছিলো। সড়ক অবরোধের কারণে যানজট ও জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অফিসপাড়াতেও এর প্রভাব পড়ে।
মিরপুর থেকে মগবাজারগামী এক ভুক্তভোগী জানান, আজ দুপুর ১২টায় মরিপুর থেকে রওয়ানা হয়েছেন মগবাজারের উদ্দেশে। তার শিফটিং ডিউটি দুপুর ২টায়। তিনি ৪.৩০ এ কোনরকম কারওয়ান বাজার পৌঁছান। তারপর সেখানে নেমে আবার মিরপুর ফিরে আসেন। কেনো না তার অফিসে পৌঁছতে হয়তো সন্ধ্যা হবে। তখন আবার বাসায় ফেরার টেনশন কাজ করবে। তাই তিনি অফিসে কল করে কারওয়ান বাজার থেকে ফিরে আসেন।
আন্দোলন আপাতত স্থগিত হওয়ায় রাজধানীবাসীর স্বস্তি ফিরে এসেছে। তবে বিএনপি সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আন্দোলন আবারও শুরু হতে পারে।
সবার দেশ/কেএম