Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৬, ১ ডিসেম্বর ২০২৫

স্থিতাবস্থা বাতিল করলো আপিল বিভাগ

নোমান গ্রুপের বন্ড জালিয়াতি তদন্তে আর বাধা নেই

নোমান গ্রুপের বন্ড জালিয়াতি তদন্তে আর বাধা নেই
প্রতীকি ছবি

নোমান গ্রুপের বন্ড সুবিধায় আমদানি করা কাপড় চোরাচালানের মাধ্যমে অবৈধ বাজারজাতের অভিযোগে দায়ের করা আবেদনের তদন্ত স্থগিতের ওপর থাকা স্থিতাবস্থার আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। ফলে দুদক ও বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকা তদন্ত আবেদন এগিয়ে নিতে আর কোনও আইনি প্রতিবন্ধকতা থাকলো না।

২০২২ সালে বিভিন্ন জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে যে নোমান গ্রুপের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অনুমোদিত ব্যবহারের বাইরে বাজারে অবৈধভাবে বিক্রি করছে। বিষয়টি নজরে এলে লোহাগড়া উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন অভিযোগসহ একটি আবেদন দুদকে জমা দেন। দুদক ৪ জুলাই ২০২২ এবং বাংলাদেশ ব্যাংক ৭ জুলাই ২০২২ আবেদন গ্রহণ করে, তবে দীর্ঘ সময়েও কোনও ব্যবস্থা নেয়নি আদালত।

পরবর্তীতে পদক্ষেপ নিতে বিলম্ব হওয়ায় আনোয়ার হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ৩১ আগস্ট ওই বছরের আদেশে রুল জারি করে দুই মাসের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। তবে নোমান গ্রুপের পক্ষে জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিকস আপিল করলে ১৯ সেপ্টেম্বর চেম্বার জজ স্থিতাবস্থার আদেশ দেন, যার ফলে সরকারি মেয়াদে আর কোনও তদন্ত এগোয়নি।

সরকার পরিবর্তনের পর রিটকারী পক্ষ স্থিতাবস্থা বাতিলের আবেদন করেন। আজ সোমবার (১ ডিসেম্বর) আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি দারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত বেঞ্চ চেম্বার আদালতের স্থিতাবস্থা তুলে দেন। আদালত পাশাপাশি নির্দেশ দেন—রায় শুনানির জন্য বিষয়টি হাইকোর্ট বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর জন্য।

আরও পড়ুন <<>> নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, দুদক আইনের ১৭ (গ) ধারায় যেকোনও অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করা দুদকের বাধ্যবাধকতা। কিন্তু চেম্বার আদালত সে আইনের মূলনীতি বিবেচনায় না নিয়েই আবেদন নিষ্পত্তিতে স্থিতাবস্থা দিয়েছিলেন, যা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না। তিনি যুক্তি দেন, দুদক আইনে জাতীয় কমিটির সদস্য হিসেবে অ্যাটর্নি জেনারেল দুর্নীতির পক্ষে প্রতিরক্ষা নিতে পারেন না—এ অবস্থায় স্থিতাবস্থার আদেশ যুক্তিযুক্ত ছিলো না।

আপিলকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট রুহুল কুদ্দুস কাজল, আর রিটকারী পক্ষের পক্ষে উপস্থাপন করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ।

রায় বাতিলের ফলে বন্ড সুবিধায় সম্ভাব্য চোরাচালান ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের পথ আবারও উন্মুক্ত হলো বলে আইনজীবীদের মত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি