আদালত অবমাননা মামলা
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলু ওরফে ফজলুর রহমান। এ বিষয়ে আগামী সোমবার (৮ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালকে নিয়ে ফজলুর রহমান যে মন্তব্য করেছিলেন, তা আদালত অবমাননার শামিল। তাই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ২৬ নভেম্বর এক টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ বক্তব্য দেন। অভিযোগে বলা হয়, তিনি মন্তব্য করেছিলেন—এ আদালতের গঠনপ্রক্রিয়া সঠিক নয়, এখানে বিচার হতে পারে না, এমনকি বিচারকদের মধ্যেও নেপথ্য আলোচনা বা ‘ভেতরে কিছু আছে’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩০ নভেম্বর আদেশ দিয়ে তাকে আগামী ৮ ডিসেম্বর উপস্থিত হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের প্রতি সম্মান জানিয়ে তিনি ইতোমধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে।
সবার দেশ/কেএম




























