ইউজিসি চেয়ারম্যানের ঘোষণা
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

দীর্ঘ প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন ও গণ-অনশনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, জবির সমস্যা সমাধানে সরকারের রোডম্যাপ তৈরি আছে এবং তা কিছুক্ষণের মধ্যেই জানানো হবে। পোস্টে শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত সমাধানের আশ্বাসও দেয়া হয়।
কী ছিলো শিক্ষার্থীদের দাবি?
জানা যায়, জবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিনটি মূল দাবিতে আন্দোলন করে আসছিলেন—
আবাসন সংকটের স্থায়ী সমাধান
নিরাপদ ও স্বল্পমূল্যে পরিবহন সুবিধা
বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা
এ দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং পরে শুক্রবার বিকেল ৪টায় গণ-অনশনে বসেন। অনশন শুরুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ।
পরবর্তী পদক্ষেপ
শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার সরকারি ঘোষণা সামনে আসায় আন্দোলন স্থলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা লিখিত আশ্বাস ও সুনির্দিষ্ট সময়সীমাসহ বাস্তবায়ন পরিকল্পনা না পাওয়া পর্যন্ত আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করবেন না।
এ বিষয়ে আন্দোলনকারীদের একজন বলেন, আমরা আশ্বস্ত, তবে বাস্তবায়নের নিশ্চয়তা চাই। প্রতিশ্রুতি নয়, প্রয়োজন পদক্ষেপ।
সরকারের এ সিদ্ধান্তকে শিক্ষার্থীরা আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন। এখন দেখার পালা, সরকার কীভাবে এ প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেয়।
সবার দেশ/কেএম