সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
সারাদেশে চলমান আলিম ও কারিগরি পর্যায়ের এইচএসসি পরীক্ষা হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনও পরীক্ষাসমূহ স্থগিতের বিষয়টি স্বীকার করেছেন। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া হলো, কিংবা নতুন পরীক্ষার সময়সূচি কবে জানানো হবে—তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ফলে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা।
এদিকে অতিবৃষ্টির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডও ১০ জুলাইয়ের সব এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।
জানা গেছে, টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামসহ আশপাশের এলাকাগুলোতে পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির অবনতি এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পরীক্ষার পরিবেশ সংকটপূর্ণ হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে কুমিল্লা বোর্ড ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে এসব স্থগিত পরীক্ষার নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
শিক্ষার্থীদের উদ্দেশে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে বোর্ডের অফিসিয়াল তথ্যের অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























