Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ২৯ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচনের তপশিল ঘোষণা আজ

ডাকসু নির্বাচনের তপশিল ঘোষণা আজ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর তপশিল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২৯ জুলাই)। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সিনেট ভবনে তপশিল ঘোষণা অনুষ্ঠান

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ২৯ জুলাই বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করা হবে। এর আগে ২০ জুলাই প্রাথমিকভাবে তপশিল ঘোষণার তারিখ এবং নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়েছিল।

সেপ্টেম্বরে ভোট, ভোটকেন্দ্র হলের বাইরে

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এবারই প্রথমবারের মতো হলের বাইরে নিরপেক্ষ ছয়টি স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, যা নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ছয়টি নিরপেক্ষ ভোটকেন্দ্রের তালিকা

এবারের নির্বাচনে শিক্ষার্থীরা হলভিত্তিক নয়, বরং নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে ভোট দেবেন। নির্ধারিত কেন্দ্র ও সংশ্লিষ্ট হলগুলোর তালিকা নিম্নরূপ:

  • কার্জন হল (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল।
  • শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
  • ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
  • সিনেট ভবন (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল।
  • উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল।

নতুন নির্বাচনী পরিবেশের আশা

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে। পূর্ববর্তী নির্বাচনগুলোতে নানা অভিযোগ ও অনিয়মের অভিযোগ থাকলেও এবার প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বছরের ডাকসু নির্বাচন নতুন ধারা তৈরি করতে পারে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন