Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

অভিযোগে ২৭ বাস আটক

চলন্ত বাস থেকে জাবির নারী শিক্ষার্থীকে ফেলে দেয়া হলো

চলন্ত বাস থেকে জাবির নারী শিক্ষার্থীকে ফেলে দেয়া হলো
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে রাজধানী পরিবহন বাস স্টাফের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৭টি বাস আটক করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা বাসগুলো আটকে রাখেন। ভুক্তভোগী হালিমা খাতুন লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৫টা ৪০ মিনিটে হালিমা সাভারের পাকিজা এলাকা থেকে বাসে ওঠার চেষ্টা করলে হেলপার তাকে বাসে উঠতে অস্বীকৃতি জানায় এবং চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে হালিমার পায়ে গুরুতর আঘাত লাগে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী হালিমা বলেন, 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনে হেলপার আমাকে বাসে উঠতে দেয়নি এবং চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আটক এক বাসের চালক মো. জুয়েল জানিয়েছেন, কয়েকজন শিক্ষার্থী বাস থামাতে বলায় ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। মালিকপক্ষ আগামীকাল দুপুর ১২টায় আসবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, এটি অত্যন্ত অমানবিক ঘটনা। ইতিমধ্যেই বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে এবং আগামীকাল বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ