Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৪ অক্টোবর ২০২৫

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত অনির্দিষ্টকাল আন্দোলনের ঘোষণা

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা আজ (মঙ্গলবার) রাজধানীমুখী নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা করেছেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আমাদের দাবি মানতে সরকার আজ (সোমবার) রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন আরও কঠোর হবে। ‘মার্চ টু সচিবালয়’ হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় কর্মসূচি। প্রজ্ঞাপন না এলে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।

এরই মধ্যে আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়িভাড়া বর্তমানে মূল বেতনের মাত্র ৫০০ টাকা হিসেবে নির্ধারিত, যা বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ বেমানান। তারা চান মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাস্তবসম্মতভাবে বৃদ্ধি।

অধ্যক্ষ দেলাওয়ার আজিজী আরও বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টামণ্ডলীর বিরুদ্ধে নই, আমরা কেবল ন্যায্য অধিকার চাই। যদি সরকার আন্তরিক হয়, আজই সংকটের সমাধান সম্ভব।

এদিকে আন্দোলন চলাকালে কয়েকটি স্থানে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে পরবর্তী ধাপে রাজপথ থেকে শিক্ষা ভবন ও সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করা হবে।

শিক্ষক নেতাদের ভাষায়—এটা কেবল বেতনের বিষয় নয়, এটা মর্যাদার প্রশ্ন। শিক্ষক সমাজকে অবহেলা করলে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডই ভেঙে পড়বে।

সবার দেশ/কেএম

সর্বশেষ