Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৪, ২৭ অক্টোবর ২০২৫

রাবি সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের বাসভবন ঘেরাও

রাবি সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের বাসভবন ঘেরাও
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সুইমিংপুলে অনুশীলনের সময় স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী সায়মা হোসাইন ডুবে মারা যাওয়ার ঘটনায় রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। 

শিক্ষার্থীরা অব্যবস্থাপনা ও হত্যার অভিযোগ তুলে ‘তুমি কে, আমি কে, সায়মা সায়মা’, ‘আমার বোন মরলো কেনো, প্রশাসন জবাব দে’ এবং ‘কে মেরেছে, প্রশাসন প্রশাসন’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মা বলেন, সায়মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। একজন শিক্ষার্থী সাতার প্রতিযোগিতায় অংশ নিলে কেনো তার ফিটনেস চেক করা হয়নি তা খতিয়ে দেখতে হবে। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বারবার এমন ঘটনা যেন না ঘটে, তার সুষ্ঠু বিচার করতে হবে।

উপাচার্য সালেহ্ হাসান নকীব মাইকে বলেন, ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন এবং মেডিকেল কর্মকর্তাদের ভাষ্য নেয়া হয়েছে। প্রথমবারের মতো বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা তদন্তে রাখা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন, যা ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামার পর সায়মাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সায়মা হোসাইন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং মন্নুজান হলের আবাসিক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে সুইমিংপুলে ঘটনার প্রাক–পরিস্থিতি এবং রাবি চিকিৎসা কেন্দ্রে সায়মার চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং সুপারিশ দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন