প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের হুঁশিয়ারি, ‘তালাবদ্ধ’ কর্মসূচি ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায়ে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) জানান, তাদের তিন দফা দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু হবে।
এর আগে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হলেও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সহকারী শিক্ষকদের একাংশ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের মাধ্যমে কর্মবিরতি পালন করছেন। সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় এ কর্মসূচি চলবে।
ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ ডিসেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি কার্যকর করা হবে। সংগঠন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়কে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
এদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচির কারণে মঙ্গলবারও দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা ফিরে যেতে বাধ্য হয়েছেন। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন। কিছু বিচ্ছিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত থাকায় পরীক্ষা নেওয়া হয়েছে।
শিক্ষকদের এ কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর উপর সরাসরি প্রভাব ফেলেছে, ফলে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত ও শিক্ষাব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সবার দেশ/এফও




























