মিমি জটিল রোগে আক্রান্ত, মুক্তি প্রায় অসম্ভব!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বহু বছর ধরে ভুগছেন মাইগ্রেনের মতো জটিল ক্রনিক রোগে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের যন্ত্রণার একটি মুহূর্ত শেয়ার করে আবারও জানালেন—এ যন্ত্রণার থেকে ‘বাঁচা কেবল কঠিন নয়, প্রায় অসম্ভব’।
শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে পোস্ট করা একগুচ্ছ ছবির মধ্যে একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রীর চোখের ওপরে আইস প্যাক রাখা। সে ছবির ক্যাপশনে মিমি লেখেন, মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছো।

এ একটি বাক্যই যেন বলে দেয়, কতটা তীব্র যন্ত্রণায় ভুগছেন তিনি। পোস্টের অন্যান্য ছবিতে তাকে দেখা গেছে জিমে শরীরচর্চা করতে, ছিপছিপে শরীর আর স্বাস্থ্যসচেতনতার পরিচয়ও মিলেছে সেখানে।
দীর্ঘদিন ধরে ভুগছেন
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, মিমি বহু বছর ধরেই মাইগ্রেনে আক্রান্ত। আগেও সোশ্যাল মিডয়ায় তিনি লিখেছিলেন, এ মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাইগ্রেন একটি দীর্ঘমেয়াদি স্নায়বিক ব্যাধি। সাধারণত এ রোগে আক্রান্তদের তীব্র মাথাব্যথা হয়, চোখে ঝাপসা দেখা, আলো ও শব্দ সহ্য না হওয়া, বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ দেখা দেয়। কারণ হিসেবে মানসিক চাপ, অনিয়মিত খাওয়া, রোদে বের হওয়া কিংবা অতিরিক্ত ঠাণ্ডা পরিবেশকে দায়ী করা হয়।
আলিয়া-কারিনাদের মতো নয়, নিজের বলয়ে মিমি
টলিউডের অধিকাংশ তারকার মতো প্রায়ই পার্টিতে দেখা যায় না মিমিকে। বরং কাজের বাইরে সময় কাটান তার প্রিয় পোষ্যদের সঙ্গেই। কিছুদিন আগেই শেষ করেছেন ‘রক্তবীজ ২’-এর শুটিং, এখন অপেক্ষায় ছবির মুক্তি। পাশাপাশি, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘ডাইনি’ সিরিজেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশেও মিমির রয়েছে উল্লেখযোগ্য জনপ্রিয়তা, বিশেষ করে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদি মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও, পুরোপুরি সারানো যায় না বললেই চলে। তাই মিমির মতো সচেতন জীবনধারা এবং বিশ্রাম-ভিত্তিক সময় কাটানোই হতে পারে কিছুটা স্বস্তির পথ।
সবার দেশ/কেএম




























