পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর যা হলো!
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল একটি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যখন এক ভক্ত তাকে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব পাঠায়। তবে পিয়ার কৌশলী প্রতিক্রিয়ার কারণে বিষয়টি হাস্যরসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) পিয়া তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট শেয়ার করেন। এতে দেখা যায়, একজন মেসেঞ্জার ব্যবহারকারী তাকে লিখেছেন,
আমি কোনো বাজে ছেলে নই, আপনার অন্ধভক্ত প্রেমিক বন্ধু। শুধু আপনার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চাই, যা কেউ জানবে না—আল্লাহর কসম।
মেসেজের সঙ্গে তিনি পিয়ার ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরও চেয়েছেন।
পিয়া সরাসরি কোনো রেগে যাওয়ার প্রতিক্রিয়া না জানিয়ে শেষবারের মতো সে ব্যক্তিকে একটি নম্বর দেন। কিন্তু এখানে চমক—দেয়া নম্বরটি আসলে গুলশান থানার!
স্ক্রিনশট শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়। অনুরাগীরা হাস্যরসের প্রতিক্রিয়া দেন। কেউ লিখেছেন, সোজা গুলশান থানায় যাওয়ার টিকিট, আরেকজন মজা করে বলেন, সে বলল, কেউ জানবে না; আপনি তো সবাইকে জানিয়ে দিলেন!
পিয়ার এই কৌশলী জবাব প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে তিনি নিজেকে বিড়ম্বনামুক্ত রেখেছেন, অন্যদিকে ভক্তদেরও উপহার দিয়েছেন একরাশ হাসির খোরাক।
সবার দেশ/কেএম




























