ঢাকেশ্বরীতে গিয়ে ভক্তদের বিস্ময়ে পড়লেন পূজা চেরী
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী এবারের দুর্গাপূজা উদযাপন করেছেন ঢাকায়। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তিনি গিয়েছিলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও। সেখানে ভক্তদের সঙ্গে কাটিয়েছেন ভিন্ন ধরনের অভিজ্ঞতা।

অষ্টমী থেকে শুরু পূজার আনন্দ
পূজা জানান, এবারের পূজার আনন্দ তার জন্য শুরু হয়েছিলো অষ্টমী থেকেই। সেদিন লাল-সাদা শাড়ি পরে ঢাকেশ্বরীতে গিয়ে উৎসবে মেতে উঠেছিলেন তিনি। ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন এবং সে মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন।

ভক্তদের সংশয়: তিনি কি সত্যিই পূজা চেরী?
মণ্ডপে গিয়ে পূজা চেরীর প্রতি ভক্তদের প্রতিক্রিয়াও ছিল ভিন্নরকম। তার ভাষায়,
অনেকেই সেলফি তুলতে এসেছেন, আবার কেউ শুধু দূর থেকে তাকিয়ে ছিলেন। কিছু মানুষের চোখেমুখে যেন প্রশ্ন ছিলো—আমিই কি সত্যিই পূজা চেরী?
ভক্তদের উচ্ছ্বাস আর ব্যক্তিগত অভাব

ঢাকেশ্বরীতে ভক্তদের উচ্ছ্বাস উপভোগ করেছেন তিনি। তবে একই সঙ্গে শূন্যতাও অনুভব করেছেন। বিজয়া দশমীতে আরও কয়েকটি মণ্ডপে যাওয়ার পরিকল্পনার কথা জানালেও পূজা বলেন, মা বেঁচে নেই। মা থাকলে পূজার আনন্দ আরও অন্য রকম হতো।
শৈশবের পূজার স্মৃতি
খুলনায় জন্ম নেয়া ও ঢাকার হাজারীবাগে বেড়ে ওঠা পূজা চেরী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, শৈশবে ধুলোমাখা দিনগুলো ওই মাটিতেই কেটেছে। নানা পোশাক পরে বের হতাম, উপহার পেতাম। ছোটবেলায় পুরান ঢাকার তাতীবাজার, শাঁখারীবাজারসহ অনেক মন্দিরে যেতাম। আত্মীয়স্বজন আসতেন, পথে পথে নানা খাবার খেতাম। শেষে বাসায় এসে মায়ের হাতের রান্নায় অন্য রকম তৃপ্তি পেতাম। সে সময়গুলো আজ খুব মিস করি।

এবারের পূজা তাই পূজা চেরীর জন্য শুধু ভক্তদের উচ্ছ্বাস নয়, মায়ের স্মৃতি আর শৈশবের আনন্দের সঙ্গেও নতুন করে যুক্ত হলো এক অনন্য অভিজ্ঞতা।
সবার দেশ/কেএম




























