Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ৭ ডিসেম্বর ২০২৫

জাহ্নবী–প্রিয়াঙ্কার জেন্ডার সমতার বার্তায় আলোচনার ঝড়

জাহ্নবী–প্রিয়াঙ্কার জেন্ডার সমতার বার্তায় আলোচনার ঝড়
ছবি: সংগৃহীত

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবার প্রকাশ্যে সমর্থন জানালেন বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কপূরের জেন্ডার সমতা নিয়ে দেওয়া জোরালো বক্তব্যকে। সোশ্যাল মিডিয়ায় ‘উই দ্য উইমেন এশিয়া’ অনুষ্ঠানে জাহ্নবীর বক্তৃতার একটি অংশ শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন—পরিবর্তনের শুরু হয় কথার মধ্য দিয়ে, আর সে পরিবর্তনের পথেই হাঁটছেন জাহ্নবী।

দুই প্রজন্মের দুই তারকার এ আন্তরিক সংহতি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে।

ভাইরাল হওয়া ক্লিপে জাহ্নবী বলতে শোনা যায়, নারীরা চাইলে যেকোনও বাধা অতিক্রম করতে সক্ষম। তার বক্তব্যে স্পষ্ট, নারী হওয়ার মধ্যেই আছে এক বিশেষ মর্যাদা—শুধু সেই মর্যাদার যথাযথ স্বীকৃতি পাওয়া জরুরি। সমাজে পরিবর্তন আসে সচেতনতা, আলাপ-আলোচনা এবং নিজের কণ্ঠস্বরকে সাহসের সঙ্গে তুলে ধরার মাধ্যমে—এমনই বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন তিনি।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া জাহ্নবীর এ বক্তব্যকে সমর্থন জানিয়ে যেন আরও একবার মনে করিয়ে দিলেন, সঠিক সময়ে সঠিক কথা বলাই একজন তারকার সামাজিক দায়িত্ব। পর্দার বাইরের এ মানবিক অবস্থান দুজন অভিনেত্রীকেই নতুন করে এক সূত্রে বেঁধেছে।

জাহ্নবী বর্তমানে তার নতুন ছবি ‘পেড্ডি’-এর প্রচারে ব্যস্ত। অন্যদিকে প্রিয়াঙ্কা দীর্ঘদিন পর ভারতীয় পর্দায় ফিরতে প্রস্তুত হচ্ছেন তার আসন্ন ছবি ‘বারাণসি’ নিয়ে। কাজের পরিধি যেমন প্রসারিত হচ্ছে, তেমনই বাড়ছে তাদের সামাজিক প্রভাবও।

নারীর শক্তি, মর্যাদা ও সমতার লড়াইকে আরও জোরালো করে তুলল দুই তারকার এই পারস্পরিক সমর্থন—যা শুধু বক্তব্যে নয়, বরং বিশ্বাস আর দায়বদ্ধতার জায়গা থেকে উঠে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা