দিলেন চমকপ্রদ ইশতেহার
হাদির আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম
ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদির শূন্যস্থানে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন মেঘনা আলম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে রাজনীতির পথচলা শুরু হলো বহু আলোচিত-সমলোচিত এ মডেলের।
হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও শূন্য আসন
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। দেশ ও বিদেশে চিকিৎসার পর গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদির অকাল মৃত্যুতে তার নির্বাচনী আসনটিতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে এখন গণঅধিকার পরিষদের হয়ে লড়বেন মেঘনা আলম।
পরিবেশবান্ধব ও ভিন্নধর্মী প্রচারণা
নির্বাচনী প্রচারণায় নতুনত্বের আভাস দিয়েছেন মেঘনা আলম। গত ২৪ ডিসেম্বর এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবেশের কথা মাথায় রেখে তিনি কোনো বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না। কাগজের অপচয় রোধে ডিজিটাল এবং ভিন্নধর্মী প্রচারণার ওপর গুরুত্ব দেবেন তিনি।
ইশতেহারে যা আছে
ঢাকা-৮ আসনকে দেশের সবচেয়ে আধুনিক ও নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন মেঘনা। তার নির্বাচনি ইশতেহারের মূল পয়েন্টগুলো হলো:
- নারী নিরাপত্তা: পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং কর্মজীবী মায়েদের জন্য উন্নত ডে-কেয়ার সেন্টার স্থাপন।
- ধর্মীয় সুবিধা: নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ এবং বিদ্যমান মসজিদগুলোতে নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা।
- সরাসরি জবাবদিহিতা: প্রতি তিন মাস অন্তর জনগণের মুখোমুখি হয়ে ‘টাউন হল মিটিং’ করা।
- জনসেবা ও অভিযোগ: প্রতিটি সেবাকেন্দ্রে কমপ্লেইন্ট বক্স রাখা এবং আইনি অধিকার সচেতনতায় প্রতি মাসে ‘লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ’ করা।
- রাজনৈতিক নেতৃত্ব: তরুণদের মাঝে সঠিক রাজনৈতিক শিক্ষা বিস্তারে বিশেষ কার্যক্রম পরিচালনা।
গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মেঘনা আলমের এ অংশগ্রহণ ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে তার এ আধুনিক ও জনকল্যাণমুখী পরিকল্পনাগুলো কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
সবার দেশ/কেএম




























