দিনাজপুরে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জন অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন
দিনাজপুর: কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ পূর্ব গৌরীপুর এলাকায় লেবু রায়ের মেয়ে সুইটি রানী রায়ের বিয়ের আয়োজনে দাওয়াত খেয়ে প্রায় ৬০ জন আত্মীয়-স্বজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিয়ের পরের দিন। বিভিন্ন বয়সের বৃদ্ধ, যুবক, শিশুসহ সকলে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি, ডায়রিয়া এবং জ্বরে ভুগতে শুরু করেন।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে ভিড় জমে। এখানে ১৮ জন রোগী ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন, কিন্তু আত্মীয়-স্বজনদের জানানি অনুযায়ী বীরগঞ্জ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজন ভর্তি। মোট অসুস্থের সংখ্যা ৬০-এর কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, বিয়ের দাওয়াত শেষে হঠাৎ একের পর এক রোগী হাসপাতালে আসতে থাকেন। তাদের লক্ষণগুলো খাদ্যজনিত বিষক্রিয়ার সঙ্গে মিলে যায়। স্যালাইন, ওষুধ এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশিরভাগ রোগীর অবস্থা স্থিতিশীল, তবে কয়েকজনের ক্ষেত্রে পর্যবেক্ষণ অব্যাহত।
এ ধরনের ঘটনা প্রায়ই খাবারের স্বাস্থ্যবিধি না মানলে ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বিয়ের মতো বড় আয়োজনে ভিড় বাড়ায় খাবার সংরক্ষণে অসাবধানতা হয়। এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই, তবে কর্মকর্তারা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং আয়োজকদের সঙ্গে কথা বলা চলছে।
দিনাজপুর প্রতিনিধি রনজিৎ সরকারের সংবাদ অনুযায়ী, এ ঘটনা এলাকায় উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয়রা এখন খাবার সংক্রান্ত সতর্কতা বাড়িয়ে নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরও নির্দেশ দিয়েছে যাতে অনুরূপ আয়োজনে খাবার পরীক্ষা করে নেয়া হয়।
সবার দেশ/কেএম




























