Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ১৭ ডিসেম্বর ২০২৫

ভাঙচুর ও দোকানপাট বন্ধ

ভোলায় বিএনপি–জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা

ভোলায় বিএনপি–জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপির এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ও রাতে জেলা সদরের ভেলুমিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্ধ্যার পর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিএনপির এক কর্মীকে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকাল থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিকালেই ভেলুমিয়া বাজারে ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের দোকানে হামলা চালানো হয়। এ সময় দোকানের এক স্টাফকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

রাত আনুমানিক ৮টার দিকে জেলা জামায়াত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলে ছাত্রদলের একটি গ্রুপ মিছিল নিয়ে জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। হামলার সময় দোকানের মালামাল ও আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলা হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভোলার বিভিন্ন উপজেলায় জামায়াত পরিকল্পিতভাবে হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।

অন্যদিকে জেলা জামায়াতের শূরা সদস্য আমির হোসেন ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, সকালে জামায়াতের একটি মিছিলে বিএনপির এক কর্মী বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এর জের ধরেই বিকালে জামায়াত সমর্থিত এক ব্যবসায়ীর দোকানে হামলা চালানো হয় এবং দোকানের স্টাফকে মারধর করা হয়। তার দাবি, রাতেও বিএনপি সমর্থিতরা আবার হামলা চালায়।

আমির হোসেন আরও জানান, রাতের ঘটনার সময় সংবাদ সংগ্রহে গেলে কয়েকজন সাংবাদিকও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে মামলা করা হবে বলেও তিনি জানান।

এদিকে রাতে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন।

ভোলা-১ আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম অভিযোগ করেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থন দেখে বিএনপি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হামলা চালাচ্ছে।

এ ঘটনার পর ভেলুমিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার বিশৃঙ্খলায় মেসির দায়ই বেশি: গাভাস্কার
গাজায় ধ্বংসস্তূপে মিললো একই পরিবারের ৩০ জনের লাশ
হত্যার অনুমোদন দেন তাপস, জিম্মি করান সেলিম
২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি: তারেক রহমান
ভোলায় বিএনপি–জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা
অস্ট্রেলিয়ার বন্ডি বিচের বন্দুকধারী ভারতের বাসিন্দা
এমপিও শিক্ষকদের ১১ পেশায় নিষেধাজ্ঞা
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক