ইন্দোনেশিয়ায় স্কুলে খাবার খেয়ে ১ হাজারের বেশি শিশু অসুস্থ
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বিনা মূল্যের স্কুল খাবার খেয়ে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে শুরু হওয়া কোটি কোটি ডলারের ‘বিনা মূল্যে পুষ্টিকর খাদ্য কর্মসূচি’-তে এ ঘটনা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি বৃহস্পতিবার রয়টার্সকে জানান, গত সোমবার পশ্চিম বান্দুং এলাকায় খাবার খাওয়ার পর একদিনেই ৪৭০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর বুধবার বান্দুং ও সুকাবুমি অঞ্চলে আরও তিন দফা বিষক্রিয়ার ঘটনায় অন্তত ৫৮০ শিক্ষার্থী আক্রান্ত হয়। তিনি বলেন, যারা এ কর্মসূচি পরিচালনা করছেন, তাদের কাজ অবশ্যই মূল্যায়ন করতে হবে। এখন জরুরি হলো শিক্ষার্থীরা যে মানসিক আঘাত পেয়েছে, তা কাটিয়ে ওঠার ব্যবস্থা করা।
এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে একই ধরনের ঘটনায় প্রায় ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়। ফলে খাবারের মান ও তদারকি নিয়ে সমালোচনা বাড়ছে। তবে কর্মসূচিটি দেশজুড়ে দ্রুত বিস্তার লাভ করছে। বর্তমানে দুই কোটির বেশি মানুষ এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে খাবার পাচ্ছে, যা চলতি বছরের শেষে ৮ কোটি ৩০ লাখে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০.২২ বিলিয়ন ডলার, যা আগামী বছর দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি যে স্থানীয় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে বলে জানান গভর্নর মুলিয়াদি। অন্যদিকে ন্যাশনাল নিউট্রিশন এজেন্সির প্রধান দাদান হিন্দায়ানা জানান, যেসব এলাকায় বিষক্রিয়া ঘটেছে, সেখানে রান্না কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট প্রাবোওর দফতর এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে কয়েকটি বেসরকারি সংস্থা কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম




























