Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩১, ৩ অক্টোবর ২০২৫

গাজাগামী শেষ নৌযানও ইসরায়েলের কব্জায়

গাজাগামী শেষ নৌযানও ইসরায়েলের কব্জায়
ছবি: ’গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ কার্যকর জাহাজ ’দ্য ম্যারিনেট’।

গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ সক্রিয় নৌযানকেও আটক করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে কমান্ডো বাহিনী বলপূর্বক জাহাজটিতে প্রবেশ করে সেটির নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকা বহনকারী এ জাহাজটির নাম ‘দ্য ম্যারিনেট’। ফ্লোটিলার সর্বশেষ প্রতিরোধী এ জাহাজে ছিলেন ছয়জন আরোহী, যাদের মধ্যে তুরস্কের পরিচিত মানবাধিকারকর্মী সিনান আকিলতুও আছেন।

আটকের সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী অস্ত্রের মুখে জাহাজটির নিয়ন্ত্রণ নিচ্ছে এবং যাত্রীদের আতঙ্কিত করে দিচ্ছে। এর আগে এক ভিডিও বার্তায় আরোহীরা জানিয়েছিলেন—

আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনও একটির দিকে অগ্রসর হচ্ছি।

ফ্লোটিলা আয়োজকরা দাবি করেছেন, এর আগে তাদের বহরের ৪২টি জাহাজ অবৈধভাবে আটক করা হয়েছে এবং বহু যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সব জাহাজ হারানোর পরও ‘দ্য ম্যারিনেট’ পিছু হটে না। আয়োজকরা এ জাহাজকে বর্ণনা করেছিলেন ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক’ হিসেবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গাজাগামী এসব জাহাজ তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

সূত্র: আল জাজিরা লাইভ

সবার দেশ/কেএম

সর্বশেষ