থামিয়ে দিলেন ট্রাম্পের ভাষণ, দুই এমপি বহিষ্কার
ইসরায়েলি পার্লামেন্টে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ স্লোগান
গাজা শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালে হট্টগোলের সৃষ্টি হয়। এক ইসরায়েলি সংসদ সদস্য হঠাৎ দাঁড়িয়ে ট্রাম্পের দিকে চিৎকার করে বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’ এ সময় তিনি ট্রাম্পকে ‘সন্ত্রাসী’ বলেও অভিহিত করেন।
সোমবার (১৩ অক্টোবর) নেসেটে এ বিরল ঘটনাটি ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা কর্মকর্তারা হাদাশ পার্টির প্রধান আয়মান ওদেহ এবং তার দলের এক সহকর্মীকে জোরপূর্বক সংসদ ভবন থেকে বের করে দেন।
ঘটনার সময় ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রশংসা করছিলেন ঠিক সে মুহূর্তে ওদেহ ও তার সহকর্মী ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। এতে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে আয়মান ওদেহ বলেন,
আমি এমন কোনও অযৌক্তিক দাবি তুলিনি। আমি শুধু বিশ্বের সর্বজনীন এক দাবি জানিয়েছি—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
নেসেটের স্পিকার আমির ওহানা এ ঘটনায় বিব্রত হয়ে ট্রাম্পের কাছে তাৎক্ষণিক ক্ষমা চান। তিনি বলেন, এর জন্য দুঃখিত, মি. প্রেসিডেন্ট। উত্তরে ট্রাম্প মন্তব্য করেন, নিরাপত্তা কর্মকর্তারা ‘খুবই দক্ষ।’ ট্রাম্পের এ মন্তব্যে সংসদের অনেক সদস্য হাসিতে ফেটে পড়েন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওদেহ আরও বলেন,
নেসেটে ভণ্ডামির মাত্রা সীমাহীন। নেতানিয়াহুকে তোষামোদ করে উচ্চপদে বসালেই গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় থেকে কেউ মুক্তি পাবে না। লাখ লাখ ফিলিস্তিনি ও হাজার হাজার ইসরায়েলির রক্তের দায় এ সরকারের উপরেই বর্তায়।
বিশ্লেষকরা বলছেন, গাজা শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের এ সফর ও বক্তব্য ইসরায়েলি রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পার্লামেন্টের অভ্যন্তরে এমন বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে—গাজার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি সমাজে গভীর বিভাজন তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























