রয়ে গেছে ২০ হাজার অবিস্ফোরিত বোমা
গাজা এখন ৭ কোটি টন ধ্বংসস্তূপে পরিণত নগরী
ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকাজুড়ে ছড়িয়ে আছে অন্তত ৭ কোটি টন ধ্বংসাবশেষ এবং প্রায় ২০ হাজার অবিস্ফোরিত বোমা— যা পুরো অঞ্চলকে রূপ দিয়েছে ভয়াবহ বিপর্যয়ের নগরীতে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, সেবা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। এর ফলে গাজা এখন পরিবেশগত ও কাঠামোগতভাবে বসবাসের অযোগ্য এলাকায় পরিণত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ বিপুল ধ্বংসস্তূপ মানবিক ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। ধ্বংসাবশেষের নিচে এখনও অনেক হতাহত ফিলিস্তিনির লাশ চাপা পড়ে আছে।
গাজার কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের আরোপিত সীমান্ত নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ধ্বংসাবশেষ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আনা সম্ভব হচ্ছে না। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহেও বাধা দিচ্ছে দখলদার বাহিনী।
মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, অবিলম্বে সীমান্ত ক্রসিং খুলে দিয়ে ধ্বংসস্তূপ অপসারণ ও পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এত বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও অবিস্ফোরিত বোমা সরাতে বিশেষায়িত প্রকৌশল ইউনিট ও সুরক্ষা ব্যবস্থাপনার প্রয়োজন, যা বর্তমানে গাজায় অনুপস্থিত।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। খাদ্য ও চিকিৎসা সংকটে প্রতিদিন নতুন করে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ।
এদিকে, ইসরায়েলি সেনারা ত্রাণ ও খাদ্য বিতরণ কেন্দ্রের কাছেও গুলি চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর ফলে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি।
সবার দেশ/কেএম




























