Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৩, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪১, ৩ নভেম্বর ২০২৫

মাজার-ই-শরিফে এর মাত্রা ৬.৩ 

শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে, নিহত ৭, আহত ১৫০

শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে, নিহত ৭, আহত ১৫০
ছবি: সংগৃহীত

উত্তর আফগানিস্তানে আবারও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ নভেম্বর) ভোরে মাজার-ই-শরিফের কাছাকাছি অঞ্চলে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো বালখ প্রদেশের খোলম শহরের কাছে, ভূমির প্রায় ২৮ কিলোমিটার গভীরে। ওই শহরে প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস, আর কাছের বৃহত্তর নগরী মাজার-ই-শরিফে বসবাস করে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ।

ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাতের অন্ধকারে বহু মানুষ ঘর ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেয়।

এখনও পর্যন্ত হতাহতের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

ইউএসজিএসের সতর্কতা সিস্টেমে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যার অর্থ—এ ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মাত্র দুই মাসের ব্যবধানে এটি আফগানিস্তানে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে গত আগস্টে পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের অধিকাংশ গ্রামীণ এলাকা এখনও কাঁচামাটির তৈরি বাড়িঘরে ভরসা করে থাকে। ফলে প্রতিবার ভূমিকম্পের ধাক্কায় এসব ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে।

হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় নিয়মিত ভূমিকম্প হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতি বছর আফগানিস্তানে গড়ে প্রায় ৫৬০ মানুষ ভূমিকম্পে প্রাণ হারায় এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ডলার। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৩৫৫টি ভূমিকম্প ঘটেছে, যেগুলোর মাত্রা ছিল ৫.০ বা তার বেশি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন