ইন্দোনেশিয়ায় জোড়া নৌকাডুবি: ৪ স্প্যানিশ পর্যটকসহ নিখোঁজ ২১
ইন্দোনেশিয়ার পৃথক দুটি উপকূলে নৌকাডুবির ঘটনায় চারজন বিদেশি পর্যটকসহ অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে পাপুয়া এবং পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির বিশেষ উদ্ধারকারী দল।
কোমোডো দ্বীপে পর্যটকবাহী নৌকাডুবি
শুক্রবার রাতে দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যান এলাকায় পাদার দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ওই নৌকাটিতে চারজন স্প্যানিশ নাগরিক ছিলেন। আকস্মিক নৌকাডুবির পর থেকেই ওই চার পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোত বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
পাপুয়ায় স্পিডবোট ডুবিতে প্রাণহানি
এর আগে গত বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ এলাকায় ২১ জন আরোহী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। সেরুই সিটি থেকে ওয়াইন্ডু যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বোটটি উল্টে যায়।
উদ্ধার অভিযানের সবশেষ আপডেট অনুযায়ী:
- উদ্ধার: এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
- মৃত্যু: শনিবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করেছে তল্লাশি দল।
- নিখোঁজ: স্পিডবোটের আরও ১৭ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি
জাকার্তা গ্লোব জানিয়েছে, রোববার ভোর থেকে নিখোঁজদের সন্ধানে ড্রোন, অত্যাধুনিক বোট এবং ডুবুরি দল নিয়োজিত করা হয়েছে। তবে সমুদ্রের উচ্চ ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর উপকূলীয় এলাকায় ছোট নৌকা ও পর্যটকবাহী জলযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথ যোগাযোগ ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশটিতে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
সবার দেশ/কেএম




























