Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় জোড়া নৌকাডুবি: ৪ স্প্যানিশ পর্যটকসহ নিখোঁজ ২১

ইন্দোনেশিয়ায় জোড়া নৌকাডুবি: ৪ স্প্যানিশ পর্যটকসহ নিখোঁজ ২১
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পৃথক দুটি উপকূলে নৌকাডুবির ঘটনায় চারজন বিদেশি পর্যটকসহ অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে পাপুয়া এবং পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির বিশেষ উদ্ধারকারী দল।

কোমোডো দ্বীপে পর্যটকবাহী নৌকাডুবি

শুক্রবার রাতে দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যান এলাকায় পাদার দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ওই নৌকাটিতে চারজন স্প্যানিশ নাগরিক ছিলেন। আকস্মিক নৌকাডুবির পর থেকেই ওই চার পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোত বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পাপুয়ায় স্পিডবোট ডুবিতে প্রাণহানি

এর আগে গত বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ এলাকায় ২১ জন আরোহী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। সেরুই সিটি থেকে ওয়াইন্ডু যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বোটটি উল্টে যায়।

উদ্ধার অভিযানের সবশেষ আপডেট অনুযায়ী:

  • উদ্ধার: এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
  • মৃত্যু: শনিবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করেছে তল্লাশি দল।
  • নিখোঁজ: স্পিডবোটের আরও ১৭ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি

জাকার্তা গ্লোব জানিয়েছে, রোববার ভোর থেকে নিখোঁজদের সন্ধানে ড্রোন, অত্যাধুনিক বোট এবং ডুবুরি দল নিয়োজিত করা হয়েছে। তবে সমুদ্রের উচ্চ ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর উপকূলীয় এলাকায় ছোট নৌকা ও পর্যটকবাহী জলযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য, হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথ যোগাযোগ ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশটিতে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি