Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা

নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের ১২ ঘণ্টা পার হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম এখনো পদত্যাগ করেননি। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আজ বেলা ১টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হলেও এ সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। এ অবস্থার প্রভাব পড়েছে বিপিএলেও। দুপুরের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা এখনো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হননি।

বিসিবির একাধিক পরিচালক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি। সূত্র জানায়, বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেছেন এবং পরিচালক পদ থেকে তাঁর সরে যাওয়ার দাবিতে অনড় রয়েছেন।

এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ক্রিকেটারদের অবস্থান স্পষ্ট—নোটিশ বা দায়িত্ব পরিবর্তন নয়, তাঁরা পদত্যাগ চান।

দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বনানীতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এ সংকটের প্রভাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগও গতকাল গভীর রাতে স্থগিত করা হয়।

উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে নাজমুল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলোয়াড়রা কিছু করতে না পারলে তাঁদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত নেওয়ার প্রশ্নও তোলা যেতে পারে।

আরেক বক্তব্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের সাফল্য নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের পেছনে বিপুল ব্যয়ের পরও এখনো উল্লেখযোগ্য বৈশ্বিক স্বীকৃতি আসেনি। নাজমুলের এ বক্তব্যকে ক্রিকেটাররা অপমানজনক ও পেশাদারিত্ববহির্ভূত বলে মনে করছেন।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না এলে এ অচলাবস্থা দেশের ক্রিকেটের সূচি, আন্তর্জাতিক ভাবমূর্তি ও খেলোয়াড়-পরিচালনা সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ