বিপিএলে ইতিহাস গড়া বাবা–ছেলে জুটি
নোয়াখালীর বাবা-ছেলের কাছে কুপোকাত ঢাকা
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালসের লড়াই কাগজে–কলমে খুব একটা আকর্ষণীয় মনে না হলেও মাঠের গল্পটা হয়ে উঠেছে স্মরণীয়। ৪১ রানের জয়ের চেয়েও এ ম্যাচ আলোচনায় উঠে এসেছে বিপিএলের ইতিহাসে প্রথমবার একসঙ্গে খেলতে নামা বাবা–ছেলের অনন্য গল্পে।
ম্যাচ শুরুর আগে নোয়াখালী এক্সপ্রেসের অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী নিজ হাতে অভিষেক ক্যাপ পরিয়ে দেন এক তরুণ ক্রিকেটারকে। বিশেষ বিষয় হলো, সে ক্রিকেটার নবীরই ছেলে—১৯ বছর বয়সী ওপেনার হাসান ইসাখিল।
বিশ্ব ক্রিকেটে বাবা–ছেলে একসঙ্গে মাঠে নামার ঘটনা বিরল হলেও একেবারে নতুন নয়। গত নভেম্বরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিমুর লেস্তের হয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছিলেন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছরের ছেলে ইয়াহিয়া সাত্তার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এ প্রথম কোনো বাবা ও ছেলে একই দলে খেললেন।
এর আগে মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে ছয়টি ম্যাচ খেলেছেন। কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে এ ম্যাচেই প্রথমবার একসঙ্গে মাঠে নামেন তারা।
ব্যাট হাতে ম্যাচের নায়ক হয়ে ওঠেন অভিষিক্ত হাসান ইসাখিল। ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানের দারুণ জুটি গড়েন তিনি। সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করে আউট হন। এরপর চতুর্থ উইকেটে বাবার সঙ্গে ৩০ বলে ৫৩ রানের কার্যকর জুটি গড়ে নোয়াখালীকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তরুণ এই ওপেনার।
নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী এক্সপ্রেস ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। ১৮.২ ওভারে সাইফউদ্দিনের বলে ক্যাচ দেয়ার আগে হাসান ইসাখিল খেলেন ৬০ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৫টি ছক্কা।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় দলটি। শামীম হোসেন ১৬ বলে ২৯, মিঠুন ৩১ বলে ৩৩ এবং সাইফউদ্দিন ২০ বলে ৩৪ রান করলেও হার এড়ানো সম্ভব হয়নি।
নোয়াখালীর বোলিংয়েও ছিলেন বাবা–ছেলের ছাপ। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান ও মোহাম্মদ নবী প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
টানা ছয় ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতলেও নোয়াখালী এক্সপ্রেস এখনও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে তাদের ঠিক ওপরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস।
সবার দেশ/কেএম




























