Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ১৫ মে ২০২৫

ছাত্রশিবির সভাপতির প্রতিক্রিয়া

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ‘হঠকারী আচরণ’

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ‘হঠকারী আচরণ’
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাকে ‘হঠকারী আচরণ’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

বুধবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা ন্যায্য দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মাহফুজ সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তার ওপর বোতল নিক্ষেপ করা হয়েছে—এটি মোটেই সৌজন্যবোধসম্পন্ন আচরণ নয়, বরং হঠকারিতা।

তিনি আরও বলেন, যিনি এ কাজটি করেছেন, আমি মনে করি তিনি পুরো আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করার একটি চিহ্ন রেখে গেছেন। প্রশাসন ও শিক্ষার্থীদের উচিত তাকে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা।

বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। বক্তৃতা অসমাপ্ত রেখেই স্থান ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব ও সংশ্লিষ্ট প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে তিন দফা দাবিতে আন্দোলন করছে।

এ ঘটনার পর নাগরিক সমাজের বিভিন্ন অংশ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকরা একে গণতান্ত্রিক শিষ্টাচার লঙ্ঘনের নিদর্শন হিসেবে উল্লেখ করছেন। তবে আন্দোলনকারীদের দাবি, একাধিক আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় তারা ক্ষুব্ধ।

বোতল নিক্ষেপকারী ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে, এ ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনকে বিতর্কিত করার কৌশলও হতে পারে।

জানা গেছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য নিরাপত্তা বিভাগ কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ
ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা
তালেবান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ভারতে গোপন সফর!
তেল-গ্যাসের দাম কমছে বিশ্ববাজারে
জবি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও রাজপথে
বিএনপি নেতা পুলিশে দিলেন ছেলেকে
১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাক প্রধানমন্ত্রী
কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা হাসনাতের
‘উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার’
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ‘হঠকারী আচরণ’
পরীক্ষা দিতে গিয়ে সন্তানের জন্ম