Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২০ এপ্রিল ২০২৫

বাড়লো দল নিবন্ধনের সময় 

বাড়লো দল নিবন্ধনের সময় 
ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২০ এপ্রিল) নিবন্ধনের আবেদনের শেষ দিনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং অনেক দল সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন-বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ কয়েকটি দল সময় বাড়ানোর আবেদন করেছিলো। গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইসি নতুন দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিল সময়সীমা নির্ধারণ করেছিলো। এ সময়সীমা শেষ হওয়ার আগে এনসিপি ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করে। রোববার এনসিপি’র একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর বিকালে ইসি সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়।

সবার দেশ/কেএম