আপিল বিভাগের রায়
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
আদালত মামলা দায়েরের তড়িঘড়ি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন, উল্লেখ করে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরপরই এমন পদক্ষেপ যথাযথ ছিলো না।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের ছয় কর্মকর্তাসহ ড. ইউনূসের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন—নাজমুল ইসলাম, আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
২০২৪ সালের ৮ জুলাই হাইকোর্টে আবেদন খারিজ হলে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এর মধ্যে ২০২৪ সালের ১১ আগস্ট দুদক মামলা প্রত্যাহারের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৪ তা মঞ্জুর করে। তবে আপিলকারীদের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন জানান, আপিলকারীদের অবহিত না করেই মামলা প্রত্যাহার করা হয়, যা আইনের লঙ্ঘন।
আপিল বিভাগের সাম্প্রতিক রায়ে অভিযোগ গঠনের আদেশ বাতিল হওয়ায় ড. ইউনূস ও তার সহকর্মীরা আইনি স্বস্তি পেলেন। এ রায়কে তাদের জন্য উল্লেখযোগ্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।
সবার দেশ/কেএম