Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ২৫ মে ২০২৫

আপডেট: ২৩:১১, ২৫ মে ২০২৫

ড. ইউনুস জুনের পর একদিনও দায়িত্বে থাকবেন না: প্রেস সচিব

ড. ইউনুস জুনের পর একদিনও দায়িত্বে থাকবেন না: প্রেস সচিব
ফাইল ছবি

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ৩০ জুনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আর থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূসকে সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার কার্যক্রম পরিচালনা করছি, বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছি—এ সবকিছুতেই রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ সমর্থন জানিয়েছেন।

shafiqul-alam

তিনি আরও জানান, নেতারা বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন এবং প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখবেন।

প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন, প্রশাসনিক সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। ৩০ জুনের পর অন্তর্বর্তী সরকার আর দায়িত্বে থাকবে না। এ ঘোষণা শুনে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বার্তা পৌঁছেছে যে, নির্ধারিত সময়ের বাইরে এ সরকার দায়িত্বে থাকবে না।

সবার দেশ/কেএম

সর্বশেষ