পাগল হলে হাসপাতালে যাবে, বিশ্ববিদ্যালয়ে কেন? প্রশ্ন আজহারির
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূরব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (৫ অক্টোবর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
প্রখ্যাত ইসলামী চিন্তক মিজানুর রহমান আজহারি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে এ ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করেছেন এবং দেশজুড়ে গভীর ক্ষোভ তৈরি হওয়া স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনা বিচ্ছিন্ন নয়—এটি কাঠামোগতভাবে ইসলামবিরোধী প্রবণতার অংশের ইঙ্গিত দিতে পারে।
আজহারি প্রশ্ন তুলেছেন, যদি যিনি এ কাণ্ডকে করেছেন তিনি মানসিক ভারসাম্যহীন হন, তবে কেন তাকে হাসপাতালে বা রিহ্যাবে নেয়া হয়নি; মানসিক ভারসাম্যহীন হলে বিশ্ববিদ্যালয়ে কেন পড়াশোনা চালানোর সুযোগ মিলছে? তিনি মনে করেন, এ রকম বিষয়ে স্বাস্থ্যখাতেরও ভূমিকা থাকা উচিত এবং ঘটনা তদন্ত করে দেখা দরকার।
তিনি আরও বলেছেন, ঘটনার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র বা অস্থিতিশীলতার উদ্দেশ্য আছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশের ক্রান্তিকালকে কাজে লাগিয়ে কেউ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে চাইলে তা প্রতিরোধ করা প্রয়োজন।
আজহারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তৎপরতার আহ্বান জানান; তিনি মনে করিয়ে দেন যে অতীতে একই প্রতিষ্ঠানে হাদিস উদাহরণ দেয়ার কারণে একজন শিক্ষক বহিষ্কৃত হয়েছিলো—তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ঘটনার দায় এড়ানো উচিত নয়।
তিনি নর্থ-সাউথের অমুসলিম শিক্ষার্থীদেরও এ ঘটনার প্রতি কড়া প্রতিবাদ জানানোর অনুরোধ করেন এবং পরামর্শ দিয়েছেন যে—আগামী এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত, কোরআন স্টাডি সার্কেল, অনুবাদ ও তাফসির বিতরণসহ প্রোগ্রাম চালানো যেতে পারে যাতে সচেতনতা ফিরে আসে।
অন্তর্বর্তী সরকারের কাছে তিনি অপূরব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন কাণ্ড করার সাহস না করে। এছাড়া ধর্মঅবমাননা-সংক্রান্ত বিষয়গুলো আইনি সূত্রে কঠোরভাবে নিষ্পত্তি করার ওপর গুরুত্বারোপ করেছেন।
ঘটনা সূত্রে প্রশাসন ও পুলিশের পদক্ষেপ, অভিযুক্তের পরবর্তী আইনগত কার্যক্রম এবং জনমত কেমন রঙ ধারণ করবে—এসবই এখন তদন্ত ও বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
সবার দেশ/কেএম




























