Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৩, ১১ অক্টোবর ২০২৫

ঐকমত্য কমিশনের প্রস্তাব 

শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা বিলুপ্তির দাবি

শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা বিলুপ্তির দাবি
ফাইল ছবি

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের ধারা বিলুপ্তির প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে মতামত জানাতে শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে লিখিত প্রতিক্রিয়া পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, এ প্রস্তাবটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অন্তর্ভুক্তির বিষয়ে কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে বলা আছে—

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

ঐকমত্য কমিশন মনে করছে, এ সাংবিধানিক অনুচ্ছেদটি রাষ্ট্র ও প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পারে। তাই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’এ বিষয়টি পুনর্মূল্যায়নের অংশ হিসেবে অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

চিঠিতে রাজনৈতিক দল ও জোটসমূহকে জানানো হয়েছে যে, জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক বৈঠকের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। এখন কমিশন সংবিধানের এ ধারার বিষয়ে চূড়ান্ত অবস্থান নিতে চায়। এজন্য রাজনৈতিক দলগুলোকে লিখিত মতামত ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে আরো তথ্যের প্রয়োজন হলে কমিশনের নির্ধারিত যোগাযোগমাধ্যমে যোগাযোগের সুযোগও রাখা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় ঐকমত্য পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমরা কমিশনের চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। ওই সংশোধনীর মাধ্যমেই সংবিধানের প্রথম ভাগে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামের ৪(ক) অনুচ্ছেদটি সংযোজিত হয়, যা বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে প্রতিষ্ঠা করে।

এখন, প্রায় এক যুগ পর এ ধারাটি বাতিলের প্রস্তাব এনে জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন