Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৫ অক্টোবর ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

দুদকে নতুন মহাপরিচালক দুই পুলিশ কর্মকর্তা 

দুদকে নতুন মহাপরিচালক দুই পুলিশ কর্মকর্তা 
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

দুদকের ঢাকা কার্যালয়ে দায়িত্ব পাওয়া এ দুই কর্মকর্তা হলেন— পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং মো. জাহিদুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,

দুজন কর্মকর্তার চাকরি বদলিপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণকালীন চাকরি ও অন্যান্য আর্থিক সুবিধা দুদকের বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

সরকারি সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত সংস্কার ও তদন্ত কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি কমিশনের একাধিক উচ্চপদে প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে, যার অংশ হিসেবে নতুন এ দুই মহাপরিচালকের নিয়োগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দুদকের অভ্যন্তরীণ কর্মকর্তারা মনে করছেন, পুলিশ কর্মকর্তাদের এ অন্তর্ভুক্তি কমিশনের তদন্ত ও গোয়েন্দা তৎপরতা আরও গতিশীল করবে, বিশেষ করে দুর্নীতির জটিল মামলাগুলোর অনুসন্ধান পর্যায়ে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে দুদক একাধিক আলোচিত দুর্নীতি মামলার তদন্ত ত্বরান্বিত করেছে, যার মধ্যে রয়েছে ব্যাংক ঋণ কেলেঙ্কারি, সরকারি ক্রয় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলা। নতুন মহাপরিচালকদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি