Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ৩১ অক্টোবর ২০২৫

অনিরাপদ কারখানা বন্ধ হওয়া দেশের জন্য কল্যাণকর: প্রেস সচিব

অনিরাপদ কারখানা বন্ধ হওয়া দেশের জন্য কল্যাণকর: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

দেশে গত এক বছরে ২৫৮টি তৈরি পোশাক (আরএমজি) কারখানা বন্ধ হয়ে যাওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরছেন কেউ কেউ। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টিকে দেখছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তার মতে, যতক্ষণ রপ্তানি বাড়ছে, ততক্ষণ নন-কমপ্লায়েন্ট বা অনিরাপদ কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খারাপ কিছু নয়—বরং এটি শিল্পের জন্য কল্যাণকর সংকেত।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম দেশের পোশাক শিল্পের গত তিন দশকের পরিবর্তন, কারখানা বন্ধের পটভূমি ও বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি লিখেছেন, একসময় বাংলাদেশে পাঁচ হাজারেরও বেশি পোশাক কারখানা ছিল। এর অনেকগুলোই আবাসিক এলাকায় গড়ে উঠেছিল—প্রায়শই এক ভবনে একাধিক কারখানা চালানো হতো, যেখানে শত শত শ্রমিক কাজ করতেন। রানা প্লাজা দুর্ঘটনাই ছিল এ অগোছালো শিল্পায়নের ভয়াবহ উদাহরণ। ২০১০-এর দশকের পর এসব ছোট, অনিরাপদ, এবং কমপ্লায়েন্সবিহীন কারখানার বেশিরভাগই বন্ধ বা স্থানান্তরিত হয়ে যায়।

তিনি আরও স্মরণ করেন, গাজীপুরের অন্ধকার কোণে শত শত স্যান্ডব্লাস্টিং ইউনিট একসময় অবৈধভাবে চলত, যা বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য বিপজ্জনক কাজ করত। ২০১০-এর দশকের শেষ দিকে কমপ্লায়েন্স ইস্যুর কারণেই সেগুলো বন্ধ হয়ে যায়।

প্রেস সচিব তুলে ধরেন, বর্তমানে সক্রিয় কারখানার সংখ্যা দুই হাজারের সামান্য বেশি হলেও আমাদের রপ্তানি এখন চার থেকে পাঁচ গুণ বেশি। ১৯৯১ সালে প্রথমবার গার্মেন্টস রপ্তানি এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল। অথচ আজ ইয়াংওয়ান বা হা-মীম গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলো একাই এক বিলিয়ন ডলারের বেশি পোশাক রপ্তানি করছে। শুধু হা-মীম গ্রুপেই প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করে।

তিনি ব্যাখ্যা করেন, গত ২৫ বছরে প্রায় তিন হাজার কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়েছে—যার মধ্যে দুর্বল ব্যবস্থাপনা, ঋণ পরিশোধে ব্যর্থতা, শ্রমিক পরিচালনার বিশৃঙ্খলা এবং অদক্ষতা অন্যতম। কেউ কেউ, যেমন শান্তা গ্রুপ, গার্মেন্টস ব্যবসা ছেড়ে অন্য খাতে চলে গেছে। আবার কেউ বিদেশে স্থায়ী হয়েছে।

তবে তিনি এ বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো নিয়ে অতিরিক্ত শোক প্রকাশকে “রাজনৈতিক ও পৃষ্ঠপোষক স্বার্থের প্রচারণা” হিসেবে দেখছেন। তার ভাষায়, বিজিএমইএ’র বিবৃতি পড়ে মনে হয় যেন প্রতিটি কারখানা বন্ধ হওয়াই সরকারের ব্যর্থতা। এরপরই দেখা যায়, তাদের অনুগত কিছু সাংবাদিক একই সুরে হাহাকার করেন, যেন বাংলাদেশের শিল্পই ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কিছু বামমনা বুদ্ধিজীবীও এ প্রচারণায় যোগ দেন—কিন্তু কেউ খোঁজ নেন না যে এই শ্রমিকরা বড়, উন্নত কারখানায় নতুন চাকরি পেয়েছেন কি না।

তিনি আরও যোগ করেন, ২০০০-এর দশকের শুরুতে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ছিল প্রায় তিন মিলিয়ন, আর এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চার মিলিয়নে। অর্থাৎ শিল্প বেড়েছে, ক্ষয় নয়। সমস্যা হলো, অনেকেই ধরে নিয়েছেন তাদেরই একমাত্র বুদ্ধি আছে—আর বাকিরা সবাই আবুল।

শফিকুল আলমের মতে, সময় এসেছে বাংলাদেশকে পরিমাণ নয়, গুণগত মানের শিল্পে মনোযোগী করার। আমাদের দরকার নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক কারখানা। বড় ও কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানগুলোই এখন বাংলাদেশের পোশাক খাতের ভবিষ্যৎ,—বলেছেন তিনি।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি