Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৬, ৪ নভেম্বর ২০২৫

৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ 

৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ 
ছবি: সংগৃহীত

সরকার নতুন করে ৪১ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মঞ্জুরুল হোসেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্তরা অ্যাটর্নি জেনারেলের দফতরে বিভিন্ন বিভাগ ও ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন।

নতুন নিয়োগের মাধ্যমে সরকারের আইনি টিমে আরও অভিজ্ঞ ও তরুণ আইনজীবীদের সংযুক্ত করা হলো বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

সর্বশেষ