Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ১৩ ডিসেম্বর ২০২৫

মাথায় ভয়াবহ ক্ষত, জানালেন চিকিৎসক

হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’

হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমেই আরও অবনতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অপারেশনের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন—হাদির কন্ডিশন ‘খুবই খারাপ’, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ ‘ক্রিটিক্যাল’।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান জানান, মাথায় এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের গভীরে ভয়াবহ ক্ষত তৈরি করেছে। অপারেশনের সময় তার দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে।

ডা. জাহিদ বলেন, হাদির নাক ও মুখ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছিলো। তবু আশার একটি ক্ষীণ সিগনাল ছিলো—রোগীর ‘সাইন অব লাইফ’ ছিলো, এমনকি অপারেশনের সময়ও এনেসথেসিয়া বিশেষজ্ঞরা তার নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টা লক্ষ্য করেছেন। অর্থাৎ হাদি এখনো জীবিত, যদিও অবস্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও জানান, বুলেট মস্তিষ্কে থেকে গেছে কি না—সে বিষয়ে প্রাথমিক ধারণা ছিলো যে গুলি ভেতরেই রয়ে গেছে। তবে শেষ পর্যন্ত দেখা যায়, বুলেটটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এর পরও মস্তিষ্কের ভেতরে ছোট ছোট ফ্রেগমেন্ট পাওয়া গেছে, যা অপারেশনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢামেক হাসপাতালে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

চিকিৎসকেরা বলছেন, এখন কোনও নিশ্চয়তা দেয়ার মতো পরিস্থিতি নেই। যতটা সম্ভব স্থিতিশীল রাখার চেষ্টা চলছে, বাকিটা নির্ভর করছে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা