সংকটাপন্ন অবস্থাতেই লড়ছেন
হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন: ইনকিলাব মঞ্চ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘মৃত্যু সংবাদ’কে সম্পূর্ণ গুজব ও অসত্য বলে ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়—হাদির শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে থাকলেও তার মৃত্যুর খবর সত্য নয়। সংগঠনের ভাষ্য, সংকটাপন্ন অবস্থার সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা জনমনে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত নাজুক, তবে তাকে মৃত বলে প্রচার করা উদ্দেশ্যমূলক অপপ্রচার ছাড়া আর কিছু নয়। হাদির চিকিৎসা নিয়ে কোনো পর্যায়ে নিয়ন্ত্রণ হারানো হয়নি বলে উল্লেখ করে সংগঠনটি।
হাদির পরিবার দেশবাসীর উদ্দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য—আল্লাহ যেন তাকে সুস্থ জীবন (হায়াতে তাইয়্যেবাহ) দান করেন।
হাদিকে ঘিরে পরিস্থিতি যতই অনিশ্চিত হোক, সংগঠন ও পরিবার উভয়ই জনসাধারণকে ধৈর্য ধরতে এবং গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছে।
এদিকে, সিঙ্গাপুরে তার চিকিৎসা নিয়ে সরকারি পর্যায় থেকে নজরদারি চলছে বলে আগের দিনই নিশ্চিত করা হয়েছে। এখন দৃষ্টি চিকিৎসকদের পরবর্তী অবস্থা জানানো ও আনুষ্ঠানিক আপডেটে।
সবার দেশ/কেএম




























