Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫২, ২০ ডিসেম্বর ২০২৫

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার
ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের লাশ অবতরণ করে। বিমানবন্দর থেকে যথাযথ প্রোটোকল মেনে লাশগুলো গ্রহণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এ ছয় বীর সেনানির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের লাশ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হবে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হবে।

শনিবার বিমানবন্দরে লাশগুলো গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাশ গ্রহণের পর নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সামরিক কর্মকর্তারা স্যালুট প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলা চালায় একদল সন্ত্রাসী। এ হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদতবরণ করেন এবং আহত হন আরও নয়জন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইএসপিআর নিশ্চিত করেছে যে, চিকিৎসাধীন সকল শান্তিরক্ষী বর্তমানে আশঙ্কামুক্ত।

বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী এ বাংলাদেশি সন্তানদের মৃত্যুতে সশস্ত্র বাহিনীসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল তাদের শেষ বিদায় জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মার্কা যা-ই হোক, নির্বাচন করবো: রুমিন ফারহানা
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন
হাদি তোমাকে বিদায় দিতে আসিনি, ওয়াদা করতে এসেছি: প্রধান উপদেষ্টা
৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার
শহীদ হাদির এপিটাফে যা লেখা আছে
এক হাদির জানাজায় লাখো হাদির উপস্থিতি
হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত
জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯
লন্ডন থেকে ফিরেই হাদিকে মর্গে দেখতে গেলেন জামায়াত আমির
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু
লন্ডনের পথে জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানসহ
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্যের অংশ
ইলিয়াসের ২২ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে নিলো মেটা