ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ১০ আন্তর্জাতিক ফ্লাইট
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ে পর্যাপ্তভাবে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে মোট ১০টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হিসাবে ডাইভার্ট করা ফ্লাইটের সংখ্যা ৮টি।