ঢাকা বিভাগের গানে কণ্ঠ দিলেন ‘কাজী’
নির্বাচন-গণভোট নিয়ে ৮ বিভাগের জন্য ৮ গান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেশের আটটি বিভাগের বৈচিত্র্য ও গুরুত্ব তুলে ধরতে মোট আটটি বিশেষ গান তৈরি করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ আয়োজনের প্রথম ধাপ হিসেবে ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়।
সবচেয়ে বড় চমক হলো, ঢাকা বিভাগের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় হিপহপ ব্যান্ড ‘স্টোইক ব্লিস’ খ্যাত শিল্পী কাজী। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গানের বিষয়বস্তু ও পরিকল্পনা
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ গানগুলোর মূল লক্ষ্য হলো ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা। গানের কথায় ঢাকা বিভাগের ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাকি সাতটি বিভাগের জন্যও আলাদা আলাদা গান তৈরি করা হয়েছে, যা পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। প্রতিটি বিভাগের গানে সে অঞ্চলের নিজস্ব সুর ও বিশিষ্ট শিল্পীদের প্রাধান্য দেয়া হয়েছে।
কাজী ও স্টোইক ব্লিসের প্রত্যাবর্তন
দীর্ঘদিন প্রবাসে থাকার পর জনপ্রিয় শিল্পী কাজী এ বিশেষ প্রকল্পের মাধ্যমে শ্রোতাদের সামনে এলেন। তার গায়কী এবং হিপহপ ঘরানার মিশেলে তৈরি এ গানটি বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে গান ও সংস্কৃতির এ ব্যবহারকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য বিভাগের গানগুলোও রিলিজ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবার দেশ/কেএম




























