Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ২৫ নভেম্বর ২০২৫

আলাদা ব্যালটে গণভোট, পোস্টাল ব্যালটের সুবিধা চালু হবে

আলাদা ব্যালটে গণভোট, পোস্টাল ব্যালটের সুবিধা চালু হবে
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ মঙ্গলবার উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সকালেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অধ্যাদেশ অনুমোদিত হয়।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন গণভোটে ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে আলাদা ব্যালট থাকবে, যাতে ভোটাররা একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট প্রদানের সুযোগ পান। পোস্টাল ব্যালটের সুবিধার মাধ্যমে বিশেষ পেশা বা অন্যান্য কারণে যারা সশরীরে ভোট কেন্দ্রে যেতে পারবেন না, তারা ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে পারবেন।

সরকারও গণভোট বিষয়ে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং যৌথভাবে সাধারণ মানুষকে ‘গণভোটের প্রক্রিয়া, গুরুত্ব এবং পোস্টাল ব্যালট ব্যবহারের পদ্ধতি’ সম্পর্কে সচেতন করবে।

গণভোটে ভোটারদের জন্য প্রধান প্রশ্ন হবে—

আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?। 

ভোটে হ্যাঁ বা না হিসেবে উত্তর দিতে হবে। প্রশ্নগুলো অন্তর্ভুক্ত:

  • নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন হবে।
  • সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট, উচ্চকক্ষে ১০০ জন সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন।
  • সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা।
  • জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অনুযায়ী কার্যকর করা হবে।

এর আগে ১৩ নভেম্বর জাতীয় উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।

এরপর ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদে গণভোট আইন অনুমোদিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি