গণভোটে ‘হ্যাঁ’ আহ্বান করে ছুটলো ভোটের গাড়ি—সুপার ক্যারাভান
নতুন বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে যাত্রা শুরু করেছে দশটি বিশেষ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে এ প্রচার বহরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।
জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান
প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদকে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার রক্ষাকবচ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দীর্ঘ ৯ মাস ধরে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে এ সনদ তৈরি হয়েছে। দেশবাসী এ সনদ সমর্থন করলে আগামী বহু বছরের জন্য বাংলাদেশ নিরাপদ হবে। তাই আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সনদটি অনুমোদনের অনুরোধ জানান তিনি।
ভোটাধিকার কোনও দয়া নয়
প্রফেসর ইউনূস ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আপনার একটি ভোটই ঠিক করে দেবে আগামী পাঁচ বছর দেশ কে চালাবে। তিনি বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ভয় ও বাধাহীন পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার নিশ্চয়তা সরকার প্রদান করবে। নিষ্ক্রিয়তা নয়, বরং সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।
৬৪ জেলা ও ৩০০ উপজেলায় প্রচার
নির্বাচন কমিশন ও সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত এই ১০টি সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় পরিভ্রমণ করবে। গাড়িতে থাকা বড় পর্দার মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, ভোটাধিকার সম্পর্কে সচেতনতামূলক ভিডিও এবং গণতন্ত্রের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬ সালের নির্বাচন ও গণভোটের আগে ভোটারদের মানসিকভাবে প্রস্তুত করতে এবং জাতীয় সনদের প্রয়োজনীয়তা বোঝাতে এ প্রচার বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টা বলেন, আপনারা দেশের মালিক, তাই চিন্তাভাবনা করে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন এবং নতুন পৃথিবী গড়তে ভোট দিন।
সবার দেশ/কেএম




























